তোমার কাছে চেয়েছি শুধুই
অবহেলা…
কারণ অবহেলায় ডুব দিয়ে
থাকতে আমার ভাল লাগে ।
ভালো লাগে তোমার
উপেক্ষা…
বসে থাকতে ইচ্ছে করে
চুপ্চাপ্…
অনন্ত দিগন্তের পানে চেয়ে
নির্নিমেষ দৃষ্টিতে …
উপেক্ষার বেদনায় নীল হ’য়ে
ঐ নীল-কন্ঠ পাখীটির মত…
কন্ঠ ভরা বেদনায় বিদ্ধ হয়ে
ভেসে বেড়াতে চাই আমি
আকাশের বুকে…
থাকতে চাই আমি …
না-ভালোলাগার, ভালোলাগায়
মশগুল হ’য়ে…
কেউ যেন আমার সে
নীরবতা কে বিঘ্নিত না করে…
গভীর নৈঃশব্দের মাঝে
বাঁধা পড়তে চাই আমি…
চাই শুধুই …তোমার
অবহেলা…
কারণ অবহেলার পূর্ব-রাগ হল
প্রেম…
সেই প্রেমানন্দে বুঁদ হয়ে
ভেসে বেড়াতে চাই আমি…
অসীম অনন্ত উদার-গগন মাঝে
নীলিমায় নীল হ’য়ে…।।