THE FOLLOWING POEM WAS SELECTED IN WINGWORD POETRY PRIZE 2023 LONGLIST.
ভোর না হলেও ডেকেছে মোরগ
ভাঙেনি ঘুম
অথচ কা কা সকাল শোকে
কেটে গেল ঘোর
দেখলেম বিশ্বজুড়ে দারুন আগুন-
মহামারী,
একটাই খবর
সঙ্ক্রমন এবং মৃত্যু ।
শোকেসে রয়েছে নোয়া
বিজ্ঞাপনে তার তরীখাানি
মডেল হয়েছে যত মাঝি
প্লাকার্ডে নীলামের বাজনাা-
সংবাদ আধুনিক মহা অসুখের
মোবাাইলে ভাাইরাল–চায়নাা ভাাইরাস ;
জুতোর আদলে চলা, শরীরি পোশাাক
চশমার চোখ, রঙীন খোসার সাজ
দারুন ভিড়ের মায়া
প্র্রেম ও ঘৃণা
অস্হির হিসাবের প্রত্যেকটি বোধ
ফ্য্যাশনের রোগ-
সব ফেলে শুধুই ‘করনা’-দুরত্ব জানেনা ;
আমাাদের জঞ্জালে আমরা নাকাল
আবিস্কৃত বহু অস্ত্র-সম্ভোগ কলা
নিত্যকার ভিড়ের চটক
প্র্রাকিতীক ভারসাম্য বুঝি বেসাামাল
ঘুস লুঠ সেলাামী মাইনে
সব তো টাকাই –
এখন গৃহবন্দী ভাালোবাসা
এবং জীবন -বড় একা
বদলে গেছে সব সূর-স্বপ্ন সাধ
শুধু রক্ষা-শুধু বেঁচে থাকা
-
প্রভুর অসীম করুনায়
যদি করোনা’ থেকে বাঁচা যায়
সুস্হ থাকা যায়, প্রার্থনা তাই ;
হে – ‘নোয়াা’
আমাদের সঞ্চয়ে আছে সব ফুল-
সব পাখি সমস্ত জীবন
পবিএ স্পন্দনের বীজ-বেপরোয়া
- \
আমাদের আশ্র্রয় দাাও
নেমে এসো এ মাটিতে,
মা-মাটি-মানুষের মাঝে -
এ বার অন্যভাবে এ যুগ,
সভ্যতা বাঁচাও
.
আমাদের যোগ্যতায়
সন্ধিক্ষন পার হতে দাও ।