সন্ধিক্ষন | Sukendu Parui

THE FOLLOWING POEM WAS SELECTED IN WINGWORD POETRY PRIZE 2023 LONGLIST.

ভোর না হলেও ডেকেছে মোরগ

ভাঙেনি ঘুম

অথচ কা কা সকাল শোকে

কেটে গেল ঘোর

দেখলেম বিশ্বজুড়ে দারুন আগুন-

মহামারী,

একটাই খবর

সঙ্ক্রমন এবং মৃত্যু ।

শোকেসে রয়েছে নোয়া

বিজ্ঞাপনে তার তরীখাানি

মডেল হয়েছে যত মাঝি

প্লাকার্ডে নীলামের বাজনাা-

সংবাদ আধুনিক মহা অসুখের

মোবাাইলে ভাাইরাল–চায়নাা ভাাইরাস ;

জুতোর আদলে চলা, শরীরি পোশাাক

চশমার চোখ, রঙীন খোসার সাজ

দারুন ভিড়ের মায়া

প্র্রেম ও ঘৃণা

অস্হির হিসাবের প্রত্যেকটি বোধ

ফ্য্যাশনের রোগ-

সব ফেলে শুধুই ‘করনা’-দুরত্ব জানেনা ;

আমাাদের জঞ্জালে আমরা নাকাল

আবিস্কৃত বহু অস্ত্র-সম্ভোগ কলা

নিত্যকার ভিড়ের চটক

প্র্রাকিতীক ভারসাম্য বুঝি বেসাামাল

ঘুস লুঠ সেলাামী মাইনে

সব তো টাকাই –

এখন গৃহবন্দী ভাালোবাসা

এবং জীবন -বড় একা

বদলে গেছে সব সূর-স্বপ্ন সাধ

শুধু রক্ষা-শুধু বেঁচে থাকা

-

প্রভুর অসীম করুনায়

যদি করোনা’ থেকে বাঁচা যায়

সুস্হ থাকা যায়, প্রার্থনা তাই ;

হে – ‘নোয়াা’

আমাদের সঞ্চয়ে আছে সব ফুল-

সব পাখি সমস্ত জীবন

পবিএ স্পন্দনের বীজ-বেপরোয়া

- \

আমাদের আশ্র্রয় দাাও

নেমে এসো এ মাটিতে,

মা-মাটি-মানুষের মাঝে -

এ বার অন্যভাবে এ যুগ,

সভ্যতা বাঁচাও

.

আমাদের যোগ্যতায়

সন্ধিক্ষন পার হতে দাও ।