কংক্রিটের শহর | Bidisha Chakraborty

কংক্রিটে ঘেরা ব্যস্ত শহরে

রক্ত-মাংসের শরীরের ভীড়ে,

আবেগগুলো জমা বর্তমানে

শহরের আস্তাকুঁড়ের ডাস্টবিনে।

সবুজ এখন কংক্রিটের এক কোণে

লজ্জায় মুখ লুকিয়ে।

গরমের প্রচন্ড ত্রাসই হোক

বা শীতের হাড় হিম করা ঠান্ডা;

সূর্যের অভিমান চরমে

এই কংক্রিটের শহরে।

একেক সময় ইচ্ছে করে

নিষ্প্রাণ সম শহরটায়;

আধুনিকতার ছোঁওয়া মুছে ফেলে

প্রাণবন্ত সবুজে ভরিয়ে তুলি শহরটাকে।

কলকল শব্দে শহরের বুক চিরে ,

বয়ে চলুক নির্মল নদী----

সমস্ত আবর্জনার প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে।

কংক্রিটের 'প্রাণহীন শহর' এই বদনামকে

একপাশে রেখে আবার----

প্রাণবন্ত হয়ে উঠুক সবার প্রিয় শহরটা।

আবেগগুলো আবার শহরতলীর

মানুষগুলোর মনে ঘাঁটি গেড়ে বসুক আগের মতো।

প্রাণবন্ত হয়ে উঠুক;

সবার প্রিয় শহরটা আগের মতো।