এক দিন শীতের দুপুরে,
সোনালী আলোর ছায়া তে,
বারান্দাতে বসেছিলাম
দুই হাত বাড়িয়ে।
সবুজ আলোর পরে,
হালকা হওয়ার সাথে,
উড়েছে আমার ঘুম,
জানিনে সে কোন খেয়ালে।
চে থাকি চোখ মেলে, চা তা যে ঠান্ডা হয়ে যাচ্ছে,
বুঝিনি যে আমি সেটা ওই প্রহরে।
যেতে চাই অনেক দূরে,
ভাবিনি কোথায়,
বিকেল যে পরে আসছে,
এবার যে ফিরে যাওয়ার পালা।
রেলের আওয়াজ যেন মন যায় কাঁপিয়ে,
অফিস থেকে আসছে সব্বাই,
ট্রাফিকের যন্ত্রনা কাটিয়ে।
জানিনে কবে ফিরব আমি,
সিঁড়ি থেকে এক-দু পা নেবে,
চা তা যে জল হয়েগেল,
মাটি হলো সব ভাবনা।
গল্প হলেও সত্যি হবে,
বিশ্বাস যে আমার আছে,
কালো আকাশে তারা এসেছে,
রোদ্দুর আসবে আবার ঘুরে।
আজকের মতন এখানেই থাক,
এবার যে ফিরে যাওয়ার পালা।।