THE FOLLOWING POEM WAS SELECTED IN WINGWORD POETRY PRIZE 2023 LONGLIST.
হে বীর সৈনিক,
তোমার অমিত বিক্রম, শৌর্য্য-কীর্তি
সূর্য-কিরণ সম দীপ্তি
কণ্ঠে তোমার গম্ভীর নাদ
আকাশে-বাতাসে মুখরিত প্রাণ
কহিতেছে বারবার
ভারত মাতার মর্যাদা কভু
হবে না'ক ক্ষীয়মান।
বজ্র বাহুতে রাখিবো ধরিয়া
লুন্ঠিত কভু হবে না ঝান্ডা
আঘাত যতই আসুক সমরে
দলি'ব তাহারে পদতলে
দিগ-দিগন্তে হইবে ধ্বনিত
ভারত মাতার সন্তান মোরা
শত্রু দেখিয়া হই নাকো ভীত
দেশের জন্য সঁপেছি এ প্রাণ
দিয়ে জীবনেরে দান।
তোমারি বক্ষে নিয়া জন্ম
তোমাতে সঁপেছি জীবনাদর্শ
তুমি যে মোর স্বর্গরাজ্য
তুমি মোর বিধাতা।
তোমারি বন্দেমাতরম স্তবে
হলো প্রান সঞ্চার
জন্ম-জন্ম পাই যেন আমি
তোমারি বক্ষে স্থান।
আমি দুঃসাহসী, আমি অজেয়
তোপের সম্মুখে অগ্নি বিধ্বংসী
মিসাইলের গতি স্তব্ধকারী
আমি দধীচির অস্থি,
ভীরুতাকে করি পদানত সদা
শত্রুর সংহার,
অতন্দ্র প্রহরী সৈনিক আমি
ভারতবাসীর ত্রাণ।
আমার দেশের মাটি যে মা
বিশ্ব শান্তির ধাম
সেই মাটি কে জানাই স্যালুট
দিয়ে তন্, মন আর প্রাণ।