THE FOLLOWING POEM WAS SELECTED IN WINGWORD POETRY PRIZE 2023 LONGLIST.
আমার একটি কলম আছে।
ও সাদা জীবন নিয়ে চলাফেরা করে
কথা বলে, নাচে, গান গায়
আবার কখনো চুপ !
কখনো ঘুমিয়ে পড়ে।
কখনো রেগে যায়
আমার ভয় হয়,
ও এমনি ই সত্য কথা বলে
তবে রেগে গেলে
অপ্রিয় যত সত্য উচ্চারিত হয়।
এখন সত্যের অনেক শত্রু
এবং তাহাদের আজব সব শস্ত্র
অবান্তর, অহেতুক প্রশ্ন করে ঘরে ও বাহিরে:
“কেন সত্য বল ?”
সত্যের এক অদ্ভুত ব্যাখ্যা করে তা’রা:
“চিরন্তন সত্য বলে কিছু নাই,
তাহাই সত্য যাহা আপেক্ষিক, প্রয়োজনে সত্য”।
অদ্ভুত ভাবে আজকাল কলম গ্রেফতার হয়,
কলম-এরও কারাবাস হয়
অকারণ হয়, অজুহাতে হয়।
আমার কলমটা আছে এখন আমার সাথে, মুক্ত
দেখি, আর কতকাল থাকতে পারে ?